দেশের বিদ্যমান আইন অনুযায়ী উপজেলা পরিষদকে কার্যকর করার দাবিতে নাটোরে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশ।
রবিবার দুপুর সাড়ে বারোটায় নাটোর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় এসোসিয়েশনের নাটোর জেলা কমিটির সভাপতি ও লালপুর উপজেলা পরিষদের সভাপতি মোঃ ইসাহক আলী এই দাবিতে পাঁচ দফা উপস্থাপন করেন।
নির্বাচিত উপজেলা পরিষদকে আইনের বিধান বলে কার্যকর করার মাধ্যমে জনবান্ধব উপজেলা পরিষদ গড়ে তোলার দাবিতে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, এসোসিয়েশনের নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম প্রমুখ, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যথাক্রমে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও আনোয়ার হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকী প্রমুখ।
সভায় নাটোর জেলার সাতটি উপজেলা সকল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন