সিরাজগঞ্জের উল্লাপাড়া মহাসড়ক পারাপারের সময় প্রাইভেটকারের নিচে পড়ে বেজারি রানী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেজারি রানী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের মৃত কমলের স্ত্রী।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান, বিধবা ভাতা উত্তোলনের জন্য দবিরগঞ্জ বাজার এলাকায় ব্যাংক এশিয়ায় (এজেন্ট শাখা) যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। তবে পুলিশ বলছে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু সেখানে মরদেহ বা দুর্ঘটনা কবলিত যানবাহন কিছুই পায়নি।
বিডি প্রতিদিন/আবু জাফর