নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে সাদ্দাম হোসেন (২৫) নামে এক পোশাক শ্রমিক নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা তাকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় ওই ঘটনা ঘটে। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ‘একজন গার্মেন্টস শ্রমিক শীতলক্ষ্যা নদী পারাপারের সময় পড়ে যায়। তাকে উদ্ধারে ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।’
সাদ্দামের সহকর্মীদের বরাত দিয়ে ফয়ারম্যান আলাউদ্দিন বলেন, ‘হাজীগঞ্জ এলাকায় গার্মেন্টেসে যাওয়ার জন্য নবীগঞ্জ খেয়াঘাট থেকে সহকর্মীদের সঙ্গে ট্রলারে করে নদী পার হচ্ছিল সাদ্দাম। হাজীগঞ্জ ঘাটে পৌছানোর আগে ট্রলার ঘোরাতে গেলে সাদ্দাম পড়ে যায়। তারপর থেকেই সে নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রলারের পাখার সঙ্গে আঘাত পেয়ে পানিতে তলিয়ে গেছে সে।’ তিনি আরো বলেন,‘আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সাদ্দামকে পাওয়া যাবে ততক্ষণ উদ্ধার কাজ চলবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন