শিরোনাম
১৯ জানুয়ারি, ২০২১ ২২:৩৮

গাংনীতে ৯টি ইটভাটাকে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি:

গাংনীতে ৯টি ইটভাটাকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের ৯টি ইটভাটায় ৬৫ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া কয়েকটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর (ঢাকা) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান আজ মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন। 

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জোনের উপ-পরিচালক মো. আতাউর রহমান, গাংনী র‌্যাব-৬ এর বিএডি শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইসাহাক আলী ও এস আই সেলিম। 

পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জোনের উপ-পরিচালক মো. আতাউর রহমান বলেন, অনুমোদন বিহীন ইটভাটা, পরিবেশ দূষণকারী কাঠ পোড়ানো সহ বিভিন্ন অনিয়মের কারণে ইটভাটা গুলোকে আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধ ভাটা গুলোকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 
তিনি বলেন, এ পর্যন্ত জোয়ার্দার ব্রিকস্, সমতা ব্রিকস্, থ্রিস্টার ব্রিকস্, রূপসা ব্রিকস্, ফাইভ স্টার ব্রিকস্ সহ ৯টি ইটভাটার মোট ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া কয়েকটি অনুমোদন বিহীন ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর