২১ জানুয়ারি, ২০২১ ১৪:৫৩

লক্ষ্মীপুরে জমিসহ ঘর পাচ্ছে ২০০ পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে জমিসহ ঘর পাচ্ছে ২০০ পরিবার

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে জমিসহ ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন ২০০ পরিবার। আগামী ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এসব পরিবারকে গৃহ হস্তান্তরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ তার কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। 
জেলা প্রশাসক আরও জানান, জেলার ৫টি উপজেলায় ১ম পর্যায়ে ৩১০ ও ২য় পর্যায়ে ১৭২৬টিসহ ২০৩৬টি পরিবারকে এসব জমি ও ঘর হন্তান্তর করা হবে। উদ্বোধনের দিন জেলায় ২০০ পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হবে। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুমসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর