জামালপুরের ইসলামপুরে ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নামে হাসপাতালের এক ওয়ার্ড বয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধর্মকুড়া লেভেল ক্রসিং-এ এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন (৫৫) জামালপুর শহরের চামড়াগুদাম এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোল্লা মো. খবির উদ্দিন জানান, দুপুরে রিক্সাযোগে ইসলামপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের লেভেল ক্রসিং অতিক্রম করছিলেন জয়নাল আবেদীন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন রিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং রিক্সাচালক খলিল (৪০) আহত হয়। পরে মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জয়নাল আবেদীন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত থাকলেও প্রেষণে জামালপুর জেনারেল হাসপাতালে সংয্ক্তু ছিলেন। তিনি বেতন উত্তোলন করার জন্য ইসলামপুরে গিয়ে এই দুর্ঘটনা শিকার হন।
বিডি প্রতিদিন/আল আমীন