২১ জানুয়ারি, ২০২১ ২০:১২

পটুয়াখালীতে ঘর পাবেন ভূমি ও গৃহহীন ১৩৩৮ পরিবার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে ঘর পাবেন ভূমি ও গৃহহীন ১৩৩৮ পরিবার

"বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। 

এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং প্রেসব্রিফিং করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় দুই পর্যায়ে সরকার ২ হাজার ১৩১টি ঘর প্রদান করবেন। এর মধ্যে ১ম পর্যায়ে ১ হাজার ৩৩৮টি ও ২য় পর্যায়ে ৭৯৩টি ঘর প্রদান করা হবে। আগামী ২৩ জানুয়ারি জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলায় ২ হাজার ১৩১টি ঘরের মধ্যে ৭২৯টি ঘর সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইসরাত জাহান ও সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক জালাল আহম্মদ প্রমুখ। অনুষ্ঠানে পটুয়াখালীতে কর্মরত গণমাধ্যম কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর