ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার সকাল ৭টা থেকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
জানা গেছে, রাত ২টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। পরে দুর্ঘটনা এড়াতে সকল ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, রাতে কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকলেও সকাল সাতটা থেকে ফেরি চলাচল শুরু করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন