চাঁদপুরের মতলব দক্ষিণ থানাধীন মতলব দক্ষিণ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে ের্যাব-১১’র একটি দল।
অভিযানে একাধিক “মোবাইল অ্যাপসের” মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনার হোতা বাদশা প্রধানের ছেলে আলমাস প্রধানকে (৩৯) গ্রেফতার করতে করা হয়।
এ সময় তার কাছ থেকে জুয়া খেলার নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস সম্বলিত ৫টি মোবাইল, একটি ৫ লাখ টাকার ব্যাংক চেক ও ২টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমাস জানান, তিনি দীর্ঘদিন যাবৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল। তার এই অপকর্মের সাথে অনেকেই জড়িত রয়েছে বলে জানান।
এ বিষয়ে আলমাসের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম