নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে মোশারফ হোসেন (৩৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। আটককৃত মোশাররফ হোসেন উপজেলার কালাইবাড়ি ভুট্টাপাড়া গ্রামের নুর আলীর ছেলে।
জানা গেছে, মোশাররফ হোসেনসহ বেশ কয়েকজন এক সাথে ভারতের ভিতরে যায় গরুর আনতে। গরু নিয়ে ফেরার পথে আজ শুক্রবার ভোর ৪টায় ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ২৩২নং পিলারের নিকট থেকে তাকে আটক করে।
এ ব্যাপারে বিজিবি নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আনিসুরের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।
বিডি প্রতিদিন/হিমেল