শিরোনাম
২৩ জানুয়ারি, ২০২১ ০৮:৩০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে আসায় পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  

শনিবার সকাল ৮টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

তিনি বলেন, ভোর সাড়ে ৪টা থেকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝ পদ্মায় চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করেছিল। ওই ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় কয়েক শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী যানবাহন নৌপথ পারাপার করা হচ্ছে।

বর্তমানে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট পয়েন্টের সহকারী ব্যবস্থাপক রাসেল।

এর আগে শুক্রবার পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর