২৩ জানুয়ারি, ২০২১ ১৩:২২

‘এখন আর কেউ কইবো না পরের জায়গায় থাকি’

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

‘এখন আর কেউ কইবো না পরের জায়গায় থাকি’

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘর পাইছি। এখন আর কেউ কইবো না পরের জায়গায় থাকি।” 

ফরিদপুরের চরভদ্রাসনে শনিবার সকাল নয়টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন ওমর শেখ (২৬)। দেড় বছর বয়সে জ্বরের কারণে দুটি চোখের দৃষ্টি হারিয়েছেন ওমর। বিধবা মায়ের সাথে গাজীরটেক ইউনিয়নের ছিটা ডাঙ্গী গ্রামে অন্যের জায়গায় টিনের একটি ভাঙ্গা ছাপড়া তুলে বাস করতেন তিনি। প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় তিনি একটি মাথা গোঁজার ঠাঁই পেলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে ও সহকারী  কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ মামুন বাধন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপকার ভোগী হাজেরা খাতুন, তোতা শিকদার, ঝর্না খাতুন প্রমূখ।

অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন ও উপকারভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে মোট ১৫০টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর