২৩ জানুয়ারি, ২০২১ ১৬:১৪

ফরিদপুরে ঘর পেল গৃহহীন ও ভূমিহীন পরিবার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরে ঘর পেল গৃহহীন ও ভূমিহীন পরিবার

"মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" - প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে বাস্তবায়ন করতে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় (ঘর) তৈরি করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সিংর মাধ্যমে এক যোগে চাবি ও সনদ হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

এরই অংশ হিসেবে  সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রথম ধাপে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ৯২ পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও মালিকানা সনদ হস্তান্তর করেন বোয়ালমারী উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম  এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, সমাজ সেবা কর্মকর্তা প্রকাশ কুমার, উপজেলা প্রকৌশলী একে এম রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা প্রমুখ। আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর