২৪ জানুয়ারি, ২০২১ ১০:৩১

১২ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

১২ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে টানা ১২ ঘন্টা বন্ধ থাকার পর রবিবার সকাল ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় ৭ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকা রয়েছে। শনিবার রাত ১০টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডবিøউটিসি কর্তৃপক্ষ। রবিবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

যাত্রীরা অভিযোগ করে বলেন, কুয়াশায় ফেরি বন্ধ হলে ঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে খোলা আকাশের নিচে থাকতে হয়। রাস্তার দুইপাশে কোন আলোর ব্যবস্থা নেই। টয়লেটের সমস্যা চরম আকার ধারণ করে। পর্যাপ্ত টয়লেট নেই। নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে। মাঝে মাঝে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান,  শনিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। রাত ১০টার দিকে যখন পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব ব্যাপক আকার ধারণ করে। নদী পথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায় তখন দুর্ঘটনার শংঙ্কায় এরুটের ১৬টি ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ১০টার কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে রাতের শত শত যানবাহন আটকা পড়েছে। 

বিডি প্রতিদিন/আল আমীন 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর