লালমনিরহাটে তৃণমূল পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
রবিবার সকালে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাজার ব্যবসায়ী সমিতি মাঠে সদস্য সংগ্রহের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুকুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সদস্য সংগ্রহ অভিযানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এড. রফিকুল ইসলাম, রোকন উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাজু পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন লিমন, ভিপি আনিছ, প্রচার সম্পাদক আসাদুল প্রামাণিক, বিএনপি নেতা হামিদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় ১০টাকার বিনিময়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন