২৪ জানুয়ারি, ২০২১ ১৬:২৬

দেড়বছর পর খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম মেশিন

দিনাজপুর প্রতিনিধি

দেড়বছর পর খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম মেশিন

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিনাজপুর জেলায় কয়েকবারের শ্রেষ্ঠ হলেও দীর্ঘ দেড় বছর অকেজো হয়ে থাকার পর অবশেষে চালু হল ইসিজি মেশিন ও আল্ট্রাসনোগ্রাম মেশিন। 

দীর্ঘ দেড় বছর অকেজো হয়ে থাকায় নতুন মেশিন পাওয়ায় জরুরী ও বর্হি বিভাগে আগত সেবা গ্রহীতা রোগীদের জন্য পুরাতন ভবনের নিচতলায় ইসিজি সেবা ও লেবার ওয়ার্ডে শুধু গর্ভবতী মা’দের জন্য আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু করা হয়েছে। 

এখানে নরমাল ডেলিভারির সংখ্যা দিন দিন বাড়ছে। হাসপাতালে এই ইসিজি ও গর্ভবতী মা’দের জন্য আল্ট্রাসনোগ্রাম সেবা চালু না থাকায় দীর্ঘদিন রোগীরা হাসপাতালের বাইরে এই সেবা নিতে দালালদের খপ্পড়ে পড়তে হতো।   

খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান জানান, তিনি যোগদানের পরই ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে কর্তৃপক্ষ ডিজিটাল ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম মেশিন বরাদ্দ করেন। 

তিনি আরও জানান, সীমিত পরিসরে মেশিনগুলো চালু করা হয়েছে। জনবল ও বরাদ্দ সংকট কমলে এই সেবাগুলো আরও ব্যাপক পরিসরে দেওয়া হবে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর