২৪ জানুয়ারি, ২০২১ ১৭:৪৭

চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে

দিনাজপুর প্রতিনিধি:

চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে

দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে চালক নিয়ন্ত্রণ হারালে এক যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে পুকুরে উল্টে পড়ে যায়। এতে কয়েকজন বাসযাত্রী আহত হলেও নিজেরাই নিজ গন্তব্যে চলে গেছে বলে স্থানীয়রা জানায়। 

রবিবার সকাল ১০টার দিকে ওই মহাসড়কের চিরিরবন্দরের নশরতপুর ইউনিয়নের রানীবন্দর এলাকার বড়ভিটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানায়, রবিবার সকালে ওই এলাকায় ঘন কুয়াশা থাকার কারণে সিলেট থেকে দিনাজপুরগামী বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ধারে একটি পুকুরে উল্টে পড়ে যায়। এতে ওই বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছে। বাসটি যাত্রী নামাতে নামাতে আসছিল। ওই ঘটনার সময় ৮-৯ জন যাত্রী ছিল বলে জানান স্থানীয়রা। 

নশরতপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম শাহ এর সত্যতা নিশ্চিত করেছেন। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর