২৪ জানুয়ারি, ২০২১ ১৮:২৬

রাজারহাটে মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

রাজারহাটে মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

কুড়িগ্রামের রাজারহাট বাজারে ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল এবং সকাল-সন্ধ্যা বাজার বন্ধ রেখে কর্মসূচি পালন করেছে। রবিবার দুপুরে উপজেলা সদর বণিক সমিতি আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জান মো. আবু নূর, চাল ব্যবসায়ী সমিতির সদস্য রহমত উল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান এনামুল হক, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেলে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিমের নেতৃত্বে চাল বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনজন ব্যবসায়ীর জরিমানা করে। এ সময় কিছু ব্যবসায়ী একত্রিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা দেন এবং ধস্তাধস্তি করেন। পরদিন এ ঘটনায় কুড়িগ্রাম পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা রওশন আরা বেগম বাদী হয়ে সরকারি কাজে বাধা দানে থানায় মামলা দায়ের করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর