রংপুরের বদরগঞ্জে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে অভি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে স্টেশন সংলগ্ন ভাটিখানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তিন মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
বদরগঞ্জ স্টেশন মাস্টার হরিপদ সরকার বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রেললাইন সংস্কার কাজে ব্যবহৃত গ্যাংট্রাক ইঞ্জিন রংপুরে যাচ্ছিল। এসময় দৌড়ে রেললাইন পার হতে গিয়ে অভি ইঞ্জিনের নিচে কাটা পড়ে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সানাউল হক বলেন, হাসপাতালে আনার পর তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এমআই