যশোরের শার্শা সীমান্তে ১ হাজার ১৯০ বোতল ফেনসিডিলসহ শাহীন হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আজ সোমবার দুপুরে শার্শার সালকোনা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। তিনি রঘুনাথপুর গ্রামের ইয়ানুর রহমানের ছেলে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালকোনা সীমান্তের নারকেল বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহীনকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। পরে তাকে শার্শা থানায় সোপর্দ করার পাশাপাশি তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর