ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন তারা। শুক্রবার সকালে আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে আমরা দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতা বিরোধীদের দোষর ছিল এ এলাকার কুখ্যাত রাজাকার গোলাম আলী ও লিয়াকত আলী। তাদের সেই বংশধররা এখন মুক্তিযোদ্ধাদের উপর নানা নির্যাতন, মামলা, হামলা করে যাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করে বলা হয়, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম এলাকায় দীর্ঘদিন ধরে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। সে মুক্তিযোদ্ধাদের সহ স্থানীয় বেশকিছু ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানি করছে।
তিনি বলেন, আমি একজন বয়োজ্যোষ্ঠ ব্যক্তি। আমাকে লাঞ্ছিত করা হয়েছে। মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমার ঘর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইউপি চেয়ারম্যানের বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়।
অভিযোগের বিষয়ে আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সোহাগ বলেন, আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মলয় বোস হত্যা মামলার অন্যতম সাক্ষী তিনি। তার সাক্ষীর কারণে হত্যার সাথে জড়িতরা ফেঁসে গেছেন। তাই তারা আমার বিরুদ্ধে স্থানীয়দের দিয়ে বাড়ি ঘরে হামলাসহ মিথ্যা অভিযোগ আনছে।
বিডি প্রতিদিন/হিমেল