নাটোরে ৪৮ হাজার ভায়েল করোনার টিকা এসে পৌঁছেছে। আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ এর কাছে এ ভায়েল হস্তান্তর করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
এ সময় সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, চারটি কার্টনের প্রতিটিতে ১ হাজার ২০০ ভায়েল করে মোট ৪৮ হাজার ভায়েল এসে পৌঁছেছে। প্রতি ভায়েলে ১০ ডোজ করে টিকা রয়েছে যা ১০ জনের শরীরে প্রয়োগ করা যাবে। সিভিল সার্জন আরও জানান, আগামী ৮ ফেব্রুয়ারি নাটোর আধুনিক সদর হাসপাতালে এই টিকা প্রয়োগ শুরু হবে। প্রথমে ফ্রন্টলাইনার স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হয়।
বিডি প্রতিদিন/আল আমীন