শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি দোকান। আজ শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ড হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে বাজারে ছড়িয়ে পড়লে এলাকাবাসী এগিয়ে আসে। উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে আশপাশের বাড়ি ও বিভিন্ন জলাধার থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেইসঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই মাসুদ মিয়ার তুলার দোকান, সাদ্দাম হোসেনের মুদি দোকান ভস্মিভূত হয়। পাশে থাকা কামরুজ্জামানের মুদি দোকানে আংশিক ক্ষতি হয়। সব মিলে প্রায় ৪ লাখা টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট উপস্থিত হয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ক্ষয়ক্ষতি প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার মতো। আর মালামাল উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ টাকার মতো।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ