কুমিল্লার মুরাদনগরে ওরশের গরু দেখতে গিয়ে মাটিবাহী ট্রাক্টরের চাপায় ছয় বছরের রাফি নামের একজন শিশু নিহত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া উত্তর পাড়া বাবুল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। রাফি উপজেলার মোচাগড়া গ্রামের সুমন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের উপজেলা দেবীদ্বারে একটি ওরশের জন্য মোচাগড়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে বাবুল মিয়ার কাছ থেকে একটি গরু ক্রয় করেন। বাদ্যযন্ত্র বাজিয়ে মোচাগড়া থেকে গরুটি নিতে আসে মাজার কর্তৃপক্ষ। গরু দেখার জন্য উৎসুক শিশুদের সাথে নিহত রাফি রাস্তা পার হওয়ার সময় একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মো. সাদেকুর রহমান বলেন, ট্রাকের চাপায় শিশু নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর