কিশোরগঞ্জে শনিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বার লাইব্রেরি (সিভিল কোর্ট) মিলয়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রনেতা খালেদা আক্তার। আলোচনায় অংশ নেন বাসদ কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক এডভোকেট শফীকুল ইসলাম, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও ৫ নং জোন ইনচার্জ ইশরাত জাহান শাপলা, ৯০ এর ছাত্র আন্দোলনের নেতা ছাত্র ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদ আরভিং, জেলা বারের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ মিয়া, এডভেকেট সোহেল রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জুনায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সুজন রায়, শাহীন মিয়া, সজীব আহমেদ ভাবেল, ঝিনুক আক্তার প্রমুখ। বক্তাগণ করোনাকালীন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করে অবিলম্বে রোড ম্যাপ ঘোষণা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানান। সভা সঞ্চলনা করেন ছাত্র ফ্রন্টের সদস্য প্রিয়া শেখ।
বিডি প্রতিদিন/আল আমীন