নেত্রকোনায় এসে পৌঁছেছে ৭২ হাজার করোনাভাইরাসের প্রতিষেধক টিকা। শনিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনের কোল্ড স্টোরেজে রাখা হয়েছে এসকল টিকা ও সরঞ্জাম। পর্যায়ক্রমে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এসকল টিকা দেয়ার কাজ।
সেই সাথে কোভিড ১৯ টিকাদান কার্যক্রম সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে শুরু হয়েছে টিকাদান প্রশিক্ষণ। ইপিআই ভবনের হলরুমে প্রশিক্ষণে প্রথম ব্যাচে অংশ নেন ৫০ জন মেডিকেল অফিসারসহ স্বাস্থ্যকর্মী। চারদিন করে দুটি ব্যাচে প্রশিক্ষণে মোট ১০০ জন অংশ নেবেন।
তাদের প্রশিক্ষণ করাচ্ছেন ঢাকা থেকে এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডাক্তার তৌফিক হাসান ও এমওসিএস ডা. উত্তম পাল। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আহসান কবীর রিয়াদ, ডাক্তার মোস্তাফিজুর রহমান, মোহনগঞ্জ উপজেলা টিএইচও ডাক্তার নুর মোহাম্মদসহ জেলার ১০ উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিতত ছিলেন।
সিভিল সার্জন জানান, জেলায় ৮০ হাজার ভ্যাকসিনের চাহিদা রয়েছে প্রাথমিক পর্যায়ে। তার মধ্যে পাওয়া ৭২ হাজারে ভ্যাকসিন ১০ উপজেলায় ১৫টি ক্যাটাগরি অনুযায়ী রেজিস্ট্রেশনের মাধ্যমে দেয়া হবে। এসকল ভ্যাকসিন অত্যন্ত যত্ন সহকারে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই