গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় রাসেল হোসেন (২৫) নামে এক অটোরিক্সা যাত্রী নিহত হয়েছে। সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, শনিবার বিকেলে বোয়ালী-চাবাগান সড়কের উপজেলার বোয়ালী এলাকায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় রাসেল হোসেন (২৫) নামে এক অটোরিক্সা যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহত রাসেল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ডাপলাপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র।
বিডি প্রতিদিন/আল আমীন