বাগেরহাট জেলায় প্রথম ধাপে ৪৮ হাজার ডোজ করোনার টিকা আসছে আগামীকাল রবিবার। এসব করোনার টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে সংরক্ষণ করবে বাগেরহাট স্বাস্থ্য বিভাগ।
করোনার টিকা রাখার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই ভবনের ওয়ারহাউজ প্রস্তুত রাখা হয়েছে। এদিকে, টিকা দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে আমরা নিশ্চিত হয়েছি যে প্রথম ধাপে বাগেরহাট জেলায় ৪৮ হাজার ডোজ করোনার টিকা রবিবার সন্ধ্যায় বাগেরহাটে আসছে। এই টিকা জেলা শহর ও উপজেলাগুলোতে সরবরাহ করা হবে। এই টিকা সংরক্ষণের জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপের ৪৮ হাজার ডোজ করোনা টিকা বাগেরহাট জেলায় সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশাজীবীদের প্রদান করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই