খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা (৫৩) মারা গেছেন। শনিবার ভোররাতে চট্টগ্রামের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
তার মৃত্যুতে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, বর্তমান মেয়র মো. রফিকুল আলম, নব নির্বাচিত মেয়র নির্মলেন্দু চৌধুরী পৃথক পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেন।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
বিডি প্রতিদিন/এমআই