গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে ৫০ হাজার টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত মো: সোহেল মিয়া (৩৫) বগুড়া জেলা সদরের বড়শলোপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। সে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানার কোনাবাড়ি চেয়ারম্যান বাড়ি রোডের বিল্লালের বাড়ির ভাড়াটিয়া।
শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি পূর্বপাড়া চেয়ারম্যান বাড়ি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি পূর্বপাড়া চেয়ারম্যান বাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে এক হাজার টাকার পঞ্চাশটি জালনোটসহ মোঃ সোহেল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, জাল টাকা বিক্রয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন