মাদারীপুরের অন্যতম আইনজীবী মতিন মোল্লার ২৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে অ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশন। শনিবার দুপুরে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া গ্রামে প্রতিষ্ঠিত উদ্যম ইয়াতিম শিশু পল্লী ও হাফেজিয়া মাদ্রাসায় এসব কর্মসূচি পালন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. গোলাম সরোয়ার। সভায় সভাপতিত্ব করেন উদ্যম ইয়াতিম শিশু পল্লী ও হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক সোলেইমান খান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের উপদেষ্টা ও মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি শফিক স্বপন, সাধারণ সম্পাদক এম.আর মুর্তজা, সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন তামিম।
আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান খান ফুকু ও সাধারণ সম্পাদক মিজান শিকদার। পরে ইয়াতিম শিশুদের মাঝে খাবার দেয়া হয়। এসময় বক্তারা, এ্যাডভোটেক মতিন মোল্লার জীবনার্দশ নিয়ে আলোচনা করেন। তার বিদেহী আত্মার মাগফিরত কামনা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল