ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ শনিবার একটি পিকআপ ও চোরাই গরুসহ ৪ চোরকে আটক করেছে পুলিশ। তারা হলেন- জেলার সদর উপজেলার মঈন গ্রামের সাবেক মেম্বার মুছা মিয়ার ছেলে রবিন মিয়া (৩০), একই গ্রামের অহেদ মিয়ার ছেলে মোক্তার মিয়া (২০) ও দুলাল মিয়ার ছেলে সাগর হোসেন (২৫), বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ফুল মিয়া (৪৫) ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ বাজার এলাকায় সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা একটি পিকআপে গরুসহ ৪ জন আটক করে। গরুর মালিকানা নিয়ে কোনো উত্তর দিতে না পারায় তাদের ইসলামপুর ফাঁড়ির পুলিশের নিকট সোপর্দ করা হয়।
পরে খবর পেয়ে সদর উপজেলার মঈন গ্রামের কৃষক আনছর আলী ইসলামপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে উদ্ধার হওয়া গরুটি তার বাড়ি থেকে চুরি হওয়া গরু বলে নিশ্চিত করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, পিকআপ ও গরুসহ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর