ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র মৈত্রীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক জেলা আহ্বায়ক মহুয়ী শারদ। বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি বিজয়নগর শাখার সম্পাদক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, জেলা যুব মৈত্রীর আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাসির, সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ।
আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ঈশা ইসলাম, তথ্য-প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম ও সমাজ কল্যাণ সম্পাদক মো. জিহাদ প্রমুখ।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নাই। জেলার সাধারণ পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য দেশের বিভিন্ন প্রান্তের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। টাকার অভাবে অনেকে আবার এই সুযোগ থেকেও বঞ্চিত হয়।
৩৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারে কাছে জোর দাবি জানান। পাশাপাশি দাবি বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই