মেহেরপুর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেনসিডিলসহ আমিরুল ইসলাম (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় তাকে পিরোজপুর গ্রাম থেকে আটক করা হয়।
আটক ব্যক্তি সদর উপজেলার পিরোজপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এমআই