দিনাজপুরের বীরগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিত্য রায় নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দুপুরে বীরগঞ্জ পৌরশহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে নিত্য রায়ের মৃত্যু হয়।
নিত্য রায় (১৮) বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন দক্ষিণ নিজপাড়া গ্রামের গ্রামের প্রেমবাজার এলাকার চা দোকানী তারনি রায়ের ছেলে। তিনি বীরগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, বীরগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট শুনে নিজ বাড়িতে ফিরছিলেন নিত্য রায়। পথে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিঁটকে পড়ে যায়। এ সময় বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে নিত্য রায় আহত হয়। আহত অবস্থায় তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার সময় নিত্য রায়ের মৃত্যু হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল