শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৭টার দিকে ঝিনাইগাতী থেকে শেরপুরগামী সিএনজির সাথে ট্রাকের (নম্বর ১১ ১১ ০১) সংঘর্ষে মির্জাপুর নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
সংঘর্ষে ঘটনাস্থলেই তিন সিএনজি যাত্রী নিহত হন। হাসপাতালে আনার পর আরও একজন মারা গেছে।
গুরুতর আহত একজন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।
নিহতরা সকলেই নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। এরা হলেন ওই উপজেলার চাদগাঁও তিন ঘরিয়া এলাকার তাহের আলীর ছেলে মো. সেলিম মিয়া (২৫), বন্ধধারা এলাকার ইউসুফ আলীর ছেলে জোবেদ আলী (২৫), নলজুড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম (৩০), তিনআনী ঘুটুরাপাড়া গ্রামর মৃত আঃ হাই এর ছেলে আঃ মান্নান (৫৮)।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। বাকিদের শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।