খাগড়াছড়িতে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে কমলছড়ি এলাকার দুটি ব্রিক ফিল্ডকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার আশরাফুল ও হারুন অর রশিদ নামে দুটি ব্রিক ফিল্ডের মালিককে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারায় অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতরে কাছে এ জরিমানা গুণতে হয়। দীর্ঘদিন ধরে এসব ব্রীক ফিল্ডে বিভিন্ন বনাঞ্চল থেকে নানা প্রজাতির কাঠ কেটে তা ব্রীক ফিল্ডে এনে অবৈধভাবে পোড়ানো হচ্ছে। প্রশাসনের নজরে এলে তা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল