কুমিল্লার লাকসাম পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ.বি.এম আজাদ এনডিসি।
নির্বাচন কমিশনারের ঘোষণামতে তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি লাকসাম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত ১০ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিনে মেয়র, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে একাধিক প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়।
শপথ গ্রহণকারীরা হলেন, মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের; কাউন্সিলর ১নং ওয়ার্ড মোহাম্মদ উল্লাহ, ২নং ওয়ার্ড খলিলুর রহমান, ৩নং ওয়ার্ড অ্যাডভোকেট মাসুদ হাছান, ৪নং ওয়ার্ড মো. আবদুল আজিজ, ৫নং ওয়ার্ড মনসুর আহমদ মুন্সি, ৬নং ওয়ার্ড আবু সায়েদ বাচ্চু, ৭নং ওয়ার্ড মো. শাহজাহান মজুমদার, ৮নং ওয়ার্ড মো. দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড গোলাম রাব্বানী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩নং ওয়ার্ড নাসিমা আক্তার, ৪,৫,৬নং ওয়ার্ড নাসিমা সুলতানা ও ৭,৮,৯নং ওয়ার্ড মুশফিকা আলম মিতা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন