নোয়াখালীতে করোনা প্রতিরোধে প্রথম টিকা নেবেন নোয়াখালী-৪ আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এমপি এইচ এম ইব্রাহিম।
রবিবার সকালে তারা টিকা গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে একরামুল করিম চৌধুরী এবং চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এইচ এম ইব্রাহিম টিকা নেবেন।
দুই এমপির নিকট জানতে চাইলে তারা এই তথ্য নিশ্চিত করেন। তারা বলেন, প্রথমে জনপ্রতিনিধি, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা করোনার টিকা নিলে সাধারণ মানুষও নেওয়া শুরু করবে। তখন কারো মনে ভয় থাকবে না। সেই লক্ষ্যে আগে টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া প্রথম দিনে ডিসি, এসপি ও কয়েকজন ডাক্তারসহ ২০০ জন এই টিকা নেবেন।
জেলা সিভিল সার্জন ডা. ইফতেখার মাসুম বলেন, এমপি একরামুল করিম চৌধুরী, ডিসি, এসপি ও ডাক্তারসহ প্রথম দিনে ২০০ জন টিকা নেবেন। পুরো জেলায় এই পর্যন্ত দুই হাজার ব্যক্তি করোনা টিকার রেজিস্ট্রেশন করেছে। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেওয়া হবে। নোয়াখালীতে এক লাখ চার হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। এগুলো জেলা সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারের কোল্ডস্টোরে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই