ফরিদপুরের বোয়ালমারীতে নিজে করোনার টিকা গ্রহণের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
রবিবার (৭ ফ্রেব্রুয়ারী ) কার্যক্রমের উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, বোয়ালমারী উপজেলার ৩৭৮ জন করোনা টিকা গ্রহণের জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। এই উপজেলার জন্য ৮ হাজার ৫০টি ভ্যাকসিন বরাদ্দ দেয়া হয়েছে এবং তা ইতোমধ্যেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ