প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে কিশোরগঞ্জে সাংবাদিকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল থেকে পৃথক দুটি বিষয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।
জেলার সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ এবং ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, কটিয়াদি ও করিমগঞ্জ উপজেলার সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ। জেলার সাংবাদিকদের প্রশিক্ষণটি সদর উপজেলা পরিষদের সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে এবং উপজেলার সাংবাদিকদের প্রশিক্ষণটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।
আজ সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। অনুসন্ধানমূলক প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী। এছাড়া বুনিয়াদি প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান।
দুটি প্রশিক্ষণেই ৩৫ জন করে ৭০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর