শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিও'র খ্রীষ্টধর্ম পল্লীতে খ্রিষ্টান ধর্মের পালপুরোহিতগণের যোগদান ও বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার ট্রাইবাল চেয়ারম্যান মি. লুইস নেংমিঞ্জার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী পালপুরোহিত রেভারেন্ড ফাদার মনিন্দ্র মাইকেল চিরান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব নিযুক্ত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী ও জীবন উইচিন্ডাল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিস্টার রোজি হাদিমা, শিক্ষক প্রদীপ প্রু, জনমাংসাং, লিটন হাজং প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বারমারী খ্রীষ্টধর্মপল্লীর ভক্তগণ, সুধী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এসময় কর্মকর্তারা বিদায়ী পালপুরোহিত রেভারেন্ড ফাদার মনিন্দ্র মাইকেল চিরান ও নব নিযুক্ত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী এবং জীবন উইচিন্ডালকে ফুলেল শুভেচ্ছা জানান। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল