নওগাঁর নিয়ামতপুরে দাদরইল বোর্ড বাজার এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল।
আজ রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী আবু হাসান নিয়ামতপুরের হিন্দুরবাউল গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাদরইল বোর্ড বাজার এলাকা থেকে অস্ত্রসহ আবু হাসানকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল