ঢাকার ধামরাইতে বাসচাপায় উত্তম কুমার হাওলাদার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত উত্তম কুমার হাওলাদার ধামরাই উপজেলা ভূমি অফিসে চেইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উত্তম কুমার হাওলাদারকে যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। সে অফিসিয়াল কাজে সূয়াপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে মোটরসাইকেল যোগে ধামরাই সদরে ফিরছিলেন। ধামরাই থানা পুলিশ বাসটিকে আটক করেছে।
জানা গেছে, ধামরাই ভূমি অফিসের ওই কর্মচারী বালিথা থেকে মোটরসাইকেল নিয়ে ধামরাই সদরে রওনা দেন। মহাসড়কের শ্রীরাম একটি গামের্ন্টস কারখানার সামনে পৌছাঁলে ঘাতক বাসটি ওই মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় উত্তম কুমার হাওলাদার।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ