বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খানের সমর্থক গোষ্ঠির ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ফরাজী। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল হাই খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাষ্টার নজরুল ইসলাম, ইউপি সদস্য মালেক তালুকদার, মো. মিলন হাওলাদার, দেলোয়ার ফকির, মুকুল ফরাজী, তাঁতীলীগ নেতা মাসুদ শেখ ও শেখ রাউফুন ইসলাম অভি।
বিডি প্রতিদিন/আল আমীন