গণহারে টিকা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালীতে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন মেলার আয়োজন করেছে সিভিল সার্জন। মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী শিল্পকলা একাডেমিতে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারসহ জেলায় কর্মরত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
আগামী তিনদিন ব্যাপী চলবে এ রেজিস্ট্রেশন মেলা। মেলায় ১৫টির মতো রেজিস্ট্রেশন বুথ করা হয়েছে। নারী, পুরুষ ছাড়াও মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের জন্যও আলাদা আলাদ বুথ স্থাপন করা হয়। রেজিস্ট্রেশনে সহযোগিতার জন্য স্কাউটসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবগণ সহায়তা করছেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষকে সচেতন করতে এবং কোনো হয়রানি ছাড়া রেজিস্ট্রেশনে উদ্ভুদ্ধ করার উদ্দেশ্যেই মূলত এ মেলার আয়োজন করা। এর মধ্য দিয়ে টিকা গ্রহণে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হবে বলেও মনে করেন তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ