বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফারি সম্মিলিত পরিষদ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কুমিল্লা নার্সিং ইন্সটিটিউট, কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং ইন্সটিটিউট, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নার্সেস এসোসিয়েশনের নেতা দুলাল চন্দ্র সূত্রধর, মনিরুল ইসলাম, জয়নাল আবেদীন ও শাহিদা বেগম প্রমুখ।
পরিষদের আহ্বায়ক কামরুল হাসান মোছাফফা ও সদস্য সচিব মো. সোলাইমান ভূইয়া জানান, কারিগরি শিক্ষাবোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজির শিক্ষার্থীদের নার্সিং কাউন্সিলের সনদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের মিডওয়াইফ সমমান না দেওয়া ও গত ৫ ফেব্রুয়ারি নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের স্থগিত পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে এ মানববন্ধন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার