জামালপুরের ইসলামপুর উপজেলায় দুস্ত এইড বাংলাদেশ সোসাইটি'র উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ১০০টি টিউবওয়েল ও ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলার সাপধারী ইউনিয়নের ঘোঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় পরিবারে মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দুস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলমের (ছোটন) সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান (দুলাল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামান আব্দুন নাসের (বাবুল)।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বাংলাদেশে তাক লাগালোর মতো কাজ করে যাচ্ছে সংস্থাটি। দেশকে এগিয়ে নিতে কাজ করছে তারা। ইতোমধ্যে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। এসময় তিনি সংস্থাটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ পারুল (চৌধুরী)।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিডি প্রতিদিন/আরাফাত