মুন্সীগঞ্জে দিনে দিনে করোনাভাইরাসের টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে। জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে টিকা গ্রহীতাদের উপস্থিতি বেড়েছে। অনেক প্রবীণ স্বজনদের সঙ্গে এসে টিকা নিয়ে বলেছেন প্রাণঘাতী এই ভাইরাস থেকে এখন নিরাপদ বোধ করছেন তারা।
এরই ধারাবাহিকতায় করোনা প্রতিরোধ টিকা নিলেন লৌহজং উপজেলা যুবলীগের অর্ধশতাধিক নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে জেলার লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা গ্রহণ করেন তারা।
এব্যাপারে সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, জেলায় প্রথম ধাপে ৪৮ হাজার মানুষকে টিকার ডোজ দেয়ার লক্ষ্যে টিকাদান কর্মসূচি জেলা সব কটি উপজেলায় একযোগে চলছে। দিনে দিনে টিকাদানে সাধারণ মানুষের আগ্রহও বাড়ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর