গাংনী পৌর নাগরিকদের নাগরিক সনদপত্র ও প্রত্যয়নপত্র বিনামূল্যে প্রদানের ঘোষণা দিয়েছেন পৌর মেয়র আহম্মেদ আলী।নির্বাচনে বিজয়ী হওয়া আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আহম্মেদ আলী বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম সভায় তিনি এ ঘোষণা দেন।
পৌর মেয়র আহম্মেদ আলী সভায় বলেন, এখন থেকে টাকা দিয়ে আর নাগরিক সনদ ও প্রত্যয়ন নিতে হবে না। পৌরসভার সকল নাগরিক এ সেবা বিনামূল্যে পাবেন। এর সাথে বাড়ির ট্যাক্সের কোনো সম্পর্ক নেই। এছাড়াও অন্যান্য সেবার ক্ষেত্রেও কোনো বিড়ম্বনা বা কোন শর্ত থাকবে না।
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, মিজানুর রহমান, সামিউল ইসলাম, আছেল উদ্দীন, আতিয়ার রহমান, নাছির উদ্দীন, মকছেদ আলী, হাফিজুল ইসলাম ও রাশিদুল ইসলাম খোকন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফিরোজা খাতুন, ঝর্না খাতুন, সাজেদা খাতুন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার